ভোলায় জাল বুনে জেলেদের অবসর সময় কাটছে (ভিডিও)

মো. আরিয়ান আরিফ, ভোলা
শনিবার, ১২ অক্টোবর ২০১৯ | ১২:৫১ পূর্বাহ্ণ | 188 বার পঠিত
ছবি: আরিয়ান আরিফ

২২দিন ডিমওয়ালা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় ভোলার জেলেরা অবসর সময়ে জাল বুনার কাজে ব্যস্ত রয়েছেন। শুক্রবার ভোলার তুলাতুলি ঘাটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। নদীর পাড়ে তাবু টানিয়ে জাল বুনার কাজে ব্যস্ত জেলে কামাল বলেন, ‘সরকারের আইন মেনে ইলিশ শিকার বন্ধ রেখেছি। অবসর সময়ে বাড়িতে মন বসেনা তাই জাল বুনে অলস সময় পার করছি।’

আরেক জেলে মাইনুদ্দিন জানান, তার পরিবারে সদস্য সংখ্যা ১০ জন। মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞার কারণে বর্তমানে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিন অতিবাহিত করছেন। এ সময় বিশেষ বরাদ্দ হিসেবে সরকারের দেয়া বিশেষ ভিজিএফের চাল দ্রুত দেয়ার দাবি জানায় জেলেরা।

উল্লেখ্য, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ৮ অক্টোবর মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ২২ দিনের জন্য ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ থাকবে।

মুক্ত ক্যাম্পাস/আরিয়ান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল নাকি ছারপোকার আবাসস্থল! (ভিডিও)
পরবর্তী নিবন্ধক্রিকেটার মাশরাফির বাবা অসুস্থ