ভোলায় আশ্রয়কেন্দ্রে আছেন ৩ লাখ ১৬ হাজার মানুষ: জেলা প্রশাসক

মোঃ আরিয়ান আরিফ, ভোলাঃ
বুধবার, ২০ মে ২০২০ | ৩:৪৫ অপরাহ্ণ | 127 বার পঠিত

ঘূর্ণিঝড় আম্ফান থেকে রক্ষা পেতে ঝূঁকিপূর্ণ এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্র গুলোত। আর সেই আশ্রয় কেন্দ্র ইলিশার মৌলভীরহাট হাট মাদ্রাসায় মানুষের মাঝে খাবার বিতরণের সময় জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, ‘ভোলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান ইতিমধ্যে নিয়েছে ৩ লাখ ১৬ হাজার মানুষ। মানুষকে আশ্রয় কেন্দ্র নিয়ে আসার কার্যক্রম অব্যাহত রয়েছে। আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া একটি মানুষও না খেয়ে থাকবে না, ইতিমধ্যে আমরা সকল কিছু ব্যবস্থা করেছি।’

জেলা প্রশাসক বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্রের মানুষকে রাখার ব্যবস্থা করা হয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু বলেন, আমাদের নেতা তোফায়েল আহমেদ এমপির নির্দেশ দেওয়া আছে আশ্রয় কেন্দ্রে মানুষ যতদিন থাকবে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, রেড কিসেন্ট এর সাধারণ সম্পাদক আজিজুল ইসলামপ্রমুখ।

মুক্ত ক্যাম্পাস/আরিয়ান/এস আর

পূর্ববর্তী নিবন্ধআজ পবিত্র শবে কদর
পরবর্তী নিবন্ধদৈনিক বাংলাদেশের খবরের সিনিয়র ফটো জার্নালিস্ট মিজানুর রহমান আর নেই