ভোলার দুই ইউপি নির্বাচন দ্রুত দেওয়ার নির্দেশ: হাইকোর্ট

মো. আরিয়ান আরিফ, ভোলা:
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ | ১:৩০ পূর্বাহ্ণ
হাইকোর্ট

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহমদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্রুত সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ।

রোববার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ২ ইউনিয়ন পরিষদের দুই ভোটার মো. বজলুল হক ও ফখরুল ইসলামের আবেদনে এ নির্দেশ দেয়া হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অ্যাডভোকেট মো. ছিদ্দিক উল্ল্যাহ মিয়া। অন্যদিকে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

এর আগে ২০১৩ সালে নুরাবাদ ইউনিয়ন ভেঙে ‍নুরাবাদ ও আহমদপুর নামে দুটি ইউনিয়ন করা হয়। এর ভিত্তিতে এই ২টি ইউনিয়নে নির্বাচন দেয়া হয়।

জনৈক ভোটার নজরুল ইসলাম সীমানা পুন:নির্ধারণ চেয়ে হাইকোর্টে রিট করেন। নির্বাচন স্থগিত করে হাইকোর্ট সীমানা পুন:নির্ধারণের নির্দেশ দেন।

ফলে ওই ২টি ইউনিয়নে নির্বাচন বন্ধ হয়ে যায়। ২০১১ সালের পর ওই ২টি ইউনিয়নে আর নির্বাচন হয়নি।

এ অবস্থায় ২ ইউনিয়ন পরিষদের ২ ভোটার মো. বজলুল হক ও ফখরুল নির্বাচন দেয়ার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিলেন।

মুক্ত ক্যাম্পাস/আরিয়ান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধগ্রান্ড দুবাই এয়ারশোতে প্রধানমন্ত্রীর যোগদান
পরবর্তী নিবন্ধহরিণাকুণ্ডুতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১