ভেরিফিকেশন প্রক্রিয়া এখনো শুরু করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এমসি রিপোর্ট
রবিবার, ১৫ আগস্ট ২০২১ | ৬:৪৮ অপরাহ্ণ | 286 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২৬ মার্চের পর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বহুল প্রতীক্ষিত শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশনের তালিকা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রয়েছে। ৩৮ হাজার ২৮৬ জন শিক্ষক নিয়োগের জন্য যে ফরমে পুলিশ ভেরিফিকেশন হবে সেটি এখনো পাঠায়নি শিক্ষা মন্ত্রণালয়। যার কারণে শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শুরুই করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো ৩৮ হাজারের বেশি শিক্ষকের তালিকা গত বৃহস্পতিবার (১২ আগস্ট) পেয়েছে সুরক্ষা সেবা বিভাগ। এরপর সরকারি ছুটির বন্ধ থাকায় এখনো তালিকা নিয়ে কাজ শুরু করতে পারেনি তারা। এছাড়া যে ফরমে পুলিশ ভেরিফিকেশন হবে সেটিও পাঠায়নি শিক্ষা মন্ত্রণালয়। ফলে তালিকার মধ্যেই আটকে আছে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম।

সূত্র জানায়, ৩৮ হাজার ২৮৬ জন শিক্ষকের পুলিশ ভেরিফিকেশনের ফরমও শিক্ষা মন্ত্রণালয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পুলিশ ভেরিফিকেশনের ফরম পাওয়ার পর সেগুলো সংশ্লিষ্ট জেলার পুলিশের কাছে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সেই তালিকা অনুযায়ী আবেদনের সময় দেয়া শিক্ষকদের তথ্য যাচাই করবে পুলিশ। এছাড়া নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা কিংবা রাষ্ট্র বিরোধী কোনো কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে কিনা সেটিও যাচাই করে দেখা হবে। এরপর প্রাপ্ত তথ্য অনুযায়ী ফরম পূরণ করে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে পুলিশ।

ভেরিফিকেশন প্রক্রিয়া এখনো শুরু করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ৩৮ হাজারের বেশি শিক্ষকদের একটি তালিকা গত বৃহস্পতিবার আমরা পেয়েছি। এরপর সাপ্তাহিক বন্ধ এবং ১৫ আগস্ট সরকারি ছুটি থাকায় এটি নিয়ে কোনো কাজ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমাদের কাছে কেবল তালিকা পাঠানো হয়েছে। তবে পুলিশ ভেরিফিকেশনের ফরম পাঠানো হয়নি। এই ফরম না পাওয়া পর্যন্ত আমরা কাজ শুরু করতে পারবো না। শিক্ষা মন্ত্রণালয়কে ৩৮ হাজার ২৮৬টি পুলিশ ভেরিফিকেশনের ফরম পাঠাতে হবে। এরপর সেগুলো ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশের কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, পুলিশের কাছ থেকে ভেরিফিকেশন ফরম ফেরত পাওয়ার পর সেগুলো আবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তারা নিয়োগ দেয়ার বিষয়টি ঠিক করবে।

এর আগে গত মঙ্গলবার (১০ আগস্ট) ৩৮ হাজার ২৮৬ জন শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন করতে তাদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

প্রিয় পাঠক, মুক্ত ক্যাম্পাসের সর্বশেষ আপডেট পেতে এখানে ক্লিক করুন

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধশিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সেপ্টেম্বরে