ভি-রোল ফরম জমা দেয়ার সময় বাড়াল এনটিআরসিএ

এমসি রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | ৩:০৪ অপরাহ্ণ | 123 বার পঠিত
শিক্ষক পদে সুপারিশ প্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন হবে

তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ জুলােই পর্যন্ত ভি-রোল ফরম জমা দেওয়া যাবে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে স্বাক্ষর করেছেন এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক নিয়োগ সুপারিশকরণের লক্ষ্যে এনটিআরসিএ কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তির ২য় ধাপ এবং বিশেষ গণবিজ্ঞপ্তি এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম এনটিআরসিএ দপ্তরে সরাসরি পৌঁছানোর তারিখ ৩০ জুলাই পর্যন্ত নির্ধারিত ছিল। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অবনতির কারণে উক্ত সময়সীমা আগামী ০৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত বর্ধিত করা হলো।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, ‘‘নির্ধারিত তারিখের পর আর কোন ভি-রোল ফরম গ্রহণ করা হবে না। কোন প্রার্থী ভি-রোল ফরম জমা না দিলে উক্ত প্রার্থীকে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে না।’’

এর আগে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান সেপ্টেম্বরের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার প্রসঙ্গে বলেন, এটি বলা মুশকিল। কেননা দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তালিকা যাচাই-বাছাই করতে কত সময় লাগবে সেটিও বলা যাচ্ছে। তাই কবে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধসাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১২ আগস্ট
পরবর্তী নিবন্ধ‘বান্ধবীকে হিরোইজম দেখাতে শিক্ষককে পিটিয়ে হত্যা’