ভাষা শহীদদের প্রতি স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৪৫ পূর্বাহ্ণ | 105 বার পঠিত

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

সবার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শহীদ মিনারে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এরপর একে একে সবাই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মুক্ত ক্যাম্পাস/এসআর

পূর্ববর্তী নিবন্ধঅমর একুশে : আজ আমার ফাগুন চলে যাবারও নয় মাস
পরবর্তী নিবন্ধআজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস