ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | ৩:৫৫ অপরাহ্ণ

পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে বলে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তি-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার আলোয় দেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, সেই সঙ্গে দেশের অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখে না যাই, দুঃখে মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। ভুলে গেলে চলবে না, মানুষ মানুষের জন্য। দুঃখের সময় মানুষের সাহায্যে আসতে পারাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়।

শুধু জিপিএ-৫ পেলেন, কিন্তু মানুষ হলেন না। তাহলে কোনো লাভ নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের মানুষের মতো মানুষ হতে গেলে যেরকম পড়ালেখা করতে হবে, ঠিক সেরকমভাবে অন্য কাজও করতে হবে। আমাদের সবাইকে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

রাজউক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণে রজত জয়ন্তি-২০১৯ এর বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। নতুন-পুরনো শিক্ষার্থীদের আগমনে বেশ জাঁকালোভাবে এ অনুষ্ঠানটি উদযাপিত হয়।

রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোমেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল মো. নুর নবী প্রমুখ।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে, নিহত ২
পরবর্তী নিবন্ধশিক্ষকদের জন্য বিনিয়োগ বৃদ্ধি করা হবে: শিক্ষামন্ত্রী