ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ০১ মে ২০২০ | ৪:২১ অপরাহ্ণ | 1568 বার পঠিত
ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে ভারতে। একদিনে রেকর্ড পরিমান মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় দুই হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যুবরণ করেছে ৭৩ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার। এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। যা এক দিনে সর্বোচ্চ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪৩। মৃত্যুর দিক থেকেও রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৭। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ।

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। এই তিনটি রাজ্যে যে হারে সংক্রমণ বাড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।

মহারাষ্ট্রে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের মধ্যে ৩১ শতাংশেরও বেশি আক্রান্ত এই রাজ্যেই। সারা দেশের ৪৬ শতাংশেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রেই। ইতোমধ্যেই এ রাজ্যে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের।

গুজরাটে আক্রান্তের সংখ্যা ৪৩৯৫ জন। মৃত্যু হয়েছে ২১৪ জনের। আর দিল্লিতে ৩ হাজার ৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৯ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৬০ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৩৭ জনের। রাজস্থানে সংক্রমিত হয়েছেন ২৫৮৪ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ২৩২৩। উত্তরপ্রদেশে ২২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৯ জনের।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগে ঐক্যের বিকল্প নেই : ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধবিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা পিএমই পরিবারের