ভারতে সরকারি চাকরির আশায় বাবাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | ১০:৫৭ পূর্বাহ্ণ | 119 বার পঠিত

সরকারি চাকরি, যাকে বাংলাদেশের অনেক মানুষ সোনার হরিণ বলে । সবারই আকাঙ্ক্ষা থাকে সরকারি চাকরির। আর ভারতে সরকারি চাকরির অবস্থা আরও খারাপ। দেশটিতে ক্লিনার পদের জন্য লড়ছেন অনেক উচ্চ শিক্ষিতরা।

তবে দেশটিতে একটি নিয়ম রয়েছে, যেখানে সরকারি চাকরি থাকা অবস্থায় কেউ মারা গেলে সেই চাকরি পাবে তার সন্তান।

আর তাই বাবার সরকারি চাকরির আশায় বাবাকে খুন করল এক সন্তান। গত রোববার (১০ নভেম্বর) ভারতের ছত্তিশগড়ে জসপুর জেলার সান্না গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বাবা (মানবির সাই) দেশটির স্বাস্থ্য সেন্টারে চাকরি করত। তার লাশ গ্রামের নিকট একটি জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার মাথায় আঘাতের চিহ্ন পায় পুলিশ।

মঙ্গলবার ভারতের পুলিশ কর্তৃপক্ষ থেকে জানানো হয়, মানবির সাইকে (বাবা) হত্যা করা হয়েছে। আর এই হত্যায় তার ছোট ছেলে জেভান ও তার আরও দুই সঙ্গী জড়িত।

সোমবার তাদের আটক করা হয়েছে। এছাড়া জেভান তার বাবার চাকরির জন্য তাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধভূমি কর্মকর্তা অফিসে ইয়াবা সেবনের ছবি ভাইরাল
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় জিজ্ঞাসার জন্য আটক ৪