ভারতে গণভোটের দাবি মমতার

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ | ৭:৩১ অপরাহ্ণ | 103 বার পঠিত

নাগরিকত্ব সংশোধন আইনের উপর গণভোটের দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। সাহস থাকলে গণভোটের মাধ্যমে নাগরিকত্ব সংশোধনের বিষয়ে কেন্দ্রকে সিন্ধান্ত নেবার আহ্বান জানান মমতা।

বৃহস্পতিবার রানী রাশমনি এ্যাভিন্যুউয়ে এক সমাবেশে এ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘একটি নিরপেক্ষ সংগঠনের মাধ্যমে এই গণভোট অনুষ্ঠিত হোক।

মমতা সেই সঙ্গে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে গ্রেপ্তারের নিন্দা জানান। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে ৬১ বছর বয়সী ইতিহাসবিদ বেঙ্গালুরুর টাউন হলে একটি সভায় যোগ দেন।

সেই সভা থেকেই তাকে ধরে নিয়ে যায় পুলিশ।

বিজেপির সমালোচনা করে তিনি মমতা আরও বলেন, বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭০ সালে আর তারা ১৯৭০ সালের নাগরিকত্বের নথি চাইছে। আমরা অন্যের দয়ায় এ দেশে বস করি না বলেও মন্তব্য করেন তৃণমূর নেত্রী।

মুক্ত ক্যাম্পাস/এএমআর

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে সাংবাদিকের উপর হামলা, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধকুবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চাকরিচ্যুত চালক