ভারতে করোনায় একদিনে রেকর্ড ৪৩৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৮ মে ২০২১ | ১:১৮ অপরাহ্ণ
করোনা আক্রান্তে রাশিয়াকে ছাড়িয়ে শীর্ষ তিনে ভারত

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবার দেশটিতে মারা গেছেন ৪ হাজার ৩২৯ জন। এর আগে বিশ্বের কোনো দেশে করোনায় এক দিনে এত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার দেয়া ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৪৫ জন। যা নিয়ে ভারতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৭০ জনে। আর ওই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৩৪০ জনের, যা নিয়ে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭৫১ জনে।

ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া চরম পর্যায়ে পৌঁছাতেই লকডাউন এবং বিধিনিষেধ আরোপের পথে হাঁটতে থাকে দেশিটির অধিকাংশ রাজ্য। তার পর থেকেই কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে শুরু করে দৈনিক সংক্রমণ।

সংক্রমণ কম হওয়ার জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে দেড় লাখেরও বেশি। যার ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যাও কমে ৩৩ লাখে নেমেছে। এই পরিস্থিতিতেই ভারতে চলছে টিকাকরণ কর্মসূচি।

দেশটির কেন্দ্রের দেয়া তথ্যই বলছে, টিকাকরণ চললেও তা হচ্ছে অনেকটাই স্লথ গতিতে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন মাত্র ৭ লাখ ৬ হাজার ২৯৬ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটিরও বেশি।

পূর্ববর্তী নিবন্ধ‘আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে’
পরবর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ২৪ মে সারাদেশে মানববন্ধন