ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | ৬:৫৩ অপরাহ্ণ
সাভারে এসএসসি পরীক্ষার্থীর বহনকারী বাস খাদে

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সদর উপজেলা এলাকায় এই ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, দুপুরের দিকে রোমার পরিবহণের একটি যাত্রীবাহী বাস সিলেট অভিমুখে যাচ্ছিলেন। বেরতলায় আসার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এসময় বাসে থাকা আহত হওয়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

মুক্ত ক্যাম্পাস/রাসেল/এসকে

পূর্ববর্তী নিবন্ধবরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম বিরোধে মারমুখী আচরণ
পরবর্তী নিবন্ধবায়োপিক চূড়ান্ত: বঙ্গবন্ধু চরিত্রে শুভ, শেখ হাসিনা হচ্ছেন নুসরাত ফারিয়া