ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে ঘরবাড়ি লন্ডভন্ড, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
শনিবার, ০৬ জুন ২০২০ | ৯:৫৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে ঘরবাড়ি লন্ডভন্ড, নিহত ১, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় আকস্মিক টর্নেডোতে ১২ গ্রামের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে নাসিরনগরের ৯টি ও সরাইল উপজেলার ৩টি গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে বিপুল পরিমান ঘর বাড়ি বিধ্বস্ত ও গাছ পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ঝড়ে ঘর ও গাছ চাপায় অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝড়ের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি আশুরাইল গ্রামের পোষ্ট অফিস কর্মচারী সোহেল আহমেদ। জেলা সদর হাসপাতালে নেয়া পথে তিনি মারা যান।

নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ের পশ্চিমপাড়া, বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল, বেণীপাড়া, ইছাপুর, শ্রীঘর, পূবর্ভাগ ইউনিয়নের শ্যামপুর, গোর্কন ইউনিয়নের চৈয়ারকুড়ি, ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া, গোয়াল নগর ইউনিয়নের রামপুর গ্রাম ও সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের পুচনী, বুড্ডা. শান্তিনগর গ্রামের উপর দিয়ে কয়েক মিনিটের ঝড় বয়ে যায়। এতে বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী মুক্ত ক্যাম্পাসকে জানান, টর্নেডোর ক্ষমতা সম্পন্ন এ ঝড়ে কাঁচা-পাঁকা সহ বেশ কিছু ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কয়েক জন আহত হয়। আমরা ক্ষতিগ্রস্থ গ্রামগুলো পরিদর্শন করছি। এবং ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে।

মুক্ত ক্যাম্পাস/রাসেল/জেডআর

পূর্ববর্তী নিবন্ধসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধরবিবার থেকে ঢাকায় জোনভিত্তিক লকডাউন শুরু