ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীনদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ | ৪:১৪ অপরাহ্ণ | 139 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীনদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

করোনা সংকট মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন হয়ে পড়া ২’শ পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ছোটহরণ যুবকল্যাণ সংগঠনের সহযোগিতায় প্রবাসীদের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রতিজনকে খাদ্য সামগ্রী হিসেবে ১ কেজি মুড়ি, ২ কেজি ছানা বুট, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রুস্তম ইউনুছ, হেলথকেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ মাসুদ রানা, ছাত্রলীগ নেতা রনি, সরদার রুপ মিয়া, মজিবুর রহমান, হেলান মিয়া, মানিক রসিদ আব্দুল্লাহ প্রমুখ।

এ সময় মোঃ রুস্তম ইউনুছ বলেন, করোনা সংকট মোকাবেলায় সকলকে এক যোগে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে হবে।

এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে এই দুর্যোগ মোকাবেলা করতে সকলের প্রতি আহ্বান জানান।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/রাসেল/টিআর

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
পরবর্তী নিবন্ধআজ চাঁদ দেখা গেলে কাল রোজা