ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ | ৯:৫০ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের আশাপাশ এলাকায় অবস্থিত হওয়ায় তিনটি ইটভাটাকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান সদর উপজেলার সুহিলপুর ও নাটাই দক্ষিণ ইউনিয়নের তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর ও নাটাই দক্ষিণ ইউনিয়নে বিদ্যালয়ের আশপাশ এলাকায় মেহেদী ব্রিকস, মেসার্স ভরসা ব্রিকস ফিল্ড এবং মিয়া ভাই এন্ড কোং (আজিম ব্রিকস ফিল্ড) নামে তিনটি ইটভাটায় ইট প্রস্তুত করা হচ্ছে। এসব ইটভাটার কোন লাইসেন্সও নেই।

বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশ গঠনে কাজ করে যাবে বিএনসিসি: জবি ভিসি
পরবর্তী নিবন্ধচূড়ান্ত গঠনতন্ত্র ও জকসু নির্বাচনের দাবি ছাত্র-সংগঠনের নেতৃবৃন্দের