বেরোবিতে জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় এবার আদালতে অভিযোগ

বেরোবি প্রতিনিধি:
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ
বেরোবিতে পতাকা অবমাননা, থানায় ৮ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি) জাতীয় পতাকা বিকৃতির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ করা হয়েছে। আদালতে করা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে রংপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক ফজলে এলাহি খান।

বাদীপক্ষের আইনজীবী আবু সাঈদ সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন বাদী হয়ে গতকাল সোমবার মেট্রোপলিটন তাজহাট থানা আমলি আদালতে অভিযোগটি করেন। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে।

এতে ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। আসামিরা হলেন-বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) আমিনুর রহমান, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক রহমতউল্লাহ, বাংলা বিভাগের প্রধান পরিমল চন্দ্র বর্মণ, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসাইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাইয়ুম হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ বর্মণ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ উল হাসান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আর এম হাফিজুর রহমান, উপপরীক্ষা নিয়ন্ত্রক ও বিজয় দিবস উদ্‌যাপন কমিটির সদস্যসচিব সামছুল হক এবং সহকারী রেজিস্ট্রার এম এম ইকবাল।

এর আগে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান তাজহাট থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন। তাতে উপাচার্যসহ সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও বিজ্ঞান অনুষদের ডিন আর এম হাফিজুর রহমান, বাংলা বিভাগের প্রধান পরিমল চন্দ্র বর্মণ, সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুল হাসান, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. রহমতউল্লাহর নাম উল্লেখ করে ৯ জনকে অভিযুক্ত করা হয়। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরিফুল ইসলাম মহানগরের তাজহাট থানায় এ ঘটনায় পৃথক আরেকটি অভিযোগ করেন। দুটি অভিযোগেরই তদন্ত চলছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযোগগুলো মামলা হিসেবে নেওয়া হবে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে নিজেদের মতো করে তৈরি করা জাতীয় পতাকা নিয়ে ক্যাম্পাসে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এই পতাকা বিকৃতিতে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। জাতীয় পতাকার নকশা অনুযায়ী সবুজের মধ্যে লাল বৃত্ত থাকার কথা থাকলেও তাঁদের পতাকায় সবুজের মধ্যে লাল অংশটি ছিল চারকোনা আকৃতির।

পূর্ববর্তী নিবন্ধ‘তরুণদের চাকরি দিয়ে দেশে রাখার পরিবেশ সৃষ্টি করছি’
পরবর্তী নিবন্ধছাত্রলীগ নেত্রীকে মারধরের সত্যতা মিলেছে: জয়