বেরোবির ইংরেজি বিভাগে ভার্চুয়াল ক্লাস রুম উদ্বোধন

বেরোবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | ১২:১৭ পূর্বাহ্ণ | 152 বার পঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ইংরেজি বিভাগে শিক্ষার্থীদের পাঠদানের জন্য ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় কবি হেয়াত মামুদ ভবনের ইংরেজি বিভাগে নতুন ভার্চুয়াল ক্লাসরুমের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল, কলা অনুষদের ডিন ড. সরিফা সালোয়া ডিনা, প্রক্টর (চলতি দায়িত্ব) মো: আতিউর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহসীনা আহসান, সহকারী অধ্যাপক আসিফ আল মতিন, প্রভাষক মো: মুশরিফুর জিলানী, ইমরানা বারী প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক এসব ক্লাসরুম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে নতুন মাত্রা যোগ করবে। শিক্ষার্থীরা জ্ঞান চর্চায় প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে।

উক্ত অনুষ্ঠানের পর উপাচার্য ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধদাবি মেনে নেওয়া হয়েছে, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত সচিব হলেন ১৫৬ কর্মকর্তা