বেরোবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ল

এমসি রিপোর্ট
বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ | ১২:১৫ অপরাহ্ণ
বেরোবিতে গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের প্রতিযোগিতা শুক্রবার

বেরোবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ল : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান), বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে বিকেলে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বলা হয়, কেবলমাত্র GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এর আগে প্রথম দফায় গত ৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়।

আবেদন প্রক্রিয়াসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে http://www.brur.ac.bd পাওয়া যাবে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধ২০২৩ শিক্ষাবর্ষেও লটারিতে স্কুলে ভর্তি
পরবর্তী নিবন্ধপাবিপ্রবির মেধাতালিকা প্রকাশ