বেরোবিতে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা শুক্রবার

বেরোবি প্রতিনিধি:
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | ১২:৫২ পূর্বাহ্ণ | 173 বার পঠিত
বেরোবিতে গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের প্রতিযোগিতা শুক্রবার

গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টির লক্ষে ১১ম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডের বৃহত্তর রংপুর অঞ্চলের প্রতিযোগিতা আগামী শুক্রবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিনব্যাপী এই প্রতিযোগিতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবন-২ এর গণিত বিভাগে অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টায় সমাপনী সেশনে গণিত বিষয়ক প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দেবেন দেশবরেণ্য গণিতজ্ঞবৃন্দ।

অলিম্পিয়াড প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের আটটি বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও বগুড়া জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। ইতোমধ্যে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ রেজিস্ট্রেশন। অলিম্পিয়াডে গণিত বিভাগের শিক্ষার্থী ছাড়াও বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, গণিতের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করাসহ সর্বোপরি গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা-বিকাশের সুযোগ করে দেয়ার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক অলিম্পিয়াডের আয়োজন করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতি উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারঙ্গমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এতে গণিতের ছাত্র ছাড়াও বিজ্ঞান ও প্রকৌশলী ছাত্র-ছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন এবং মেধার স্বাক্ষর রাখছে।

আরও পড়ুন

এ অলিম্পিয়াডে শীর্ষ দশ প্রতিযোগিকে (কমপক্ষে দুইজন নারী) নির্বাচন করা হবে। নির্বাচিতরা ডিসেম্বর মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। চূড়ান্ত পর্বে বিজয়ীদের সার্টিফিকেট, ক্রেস্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৯ এর বৃহত্তর রংপুর অঞ্চলের আহ্বায়ক ও গণিত বিভাগের প্রফেসর ড.তাজুল ইসলাম বরাবর আবেদন করতে হবে (মোবাইল- ০১৭৯৩৯৩২৬৬৯, ই-মেইল: [email protected])

এছাড়াও গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার বিস্তারিত তথ্য বাংলাদেশ গণিত সমিতির ওয়েব সাইট http://www.bdmathsociety.org পাওয়া যাবে।

উল্লেখ্য, গণিত অলিম্পিয়াড বাংলাদেশের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের গণিতের সর্বোচ্চ প্রতিযোগিতা। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এর আয়োজন করে থাকে। দৈনিক প্রথম আলো এবং ডাচ-বাংলা ব্যাংক অলিম্পিয়াড আয়োজনে সহায়তা দিয়ে থাকে। ২০০২ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজিত হয়। তখন থেকে প্রতি বছরই নিয়মিতভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এই অলিম্পিয়াড দুটি স্তরে সম্পন্ন হয়ে থাকে: বিভাগীয় উৎসব ও জাতীয় উৎসব। বিভাগীয় উৎসবে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা জাতীয় উৎসবে অংশ নেয়। জাতীয় পর্যায়ে কৃতিত্ব প্রদর্শনকারীদের নিয়ে গণিত ক্যাম্পের আয়োজন করা হয়, আর সেখানে থেকেই বাছাই করা হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্যে বাংলাদেশের জাতীয় গণিত দল।

মুক্ত ক্যাম্পাস/রিজু সরকার/জেডআর

পূর্ববর্তী নিবন্ধঅটিজম স্কুলের শিক্ষকদের সম্মাননা দিল চট্টগ্রাম-০৭০৯
পরবর্তী নিবন্ধঢাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে কর্মসূচি