বেনাপোল চেকপোস্টে ১৮ লাখ ভারতীয় রুপিসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধিঃ
সোমবার, ১৯ আগস্ট ২০১৯ | ২:০৭ অপরাহ্ণ | 126 বার পঠিত

বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ১৭ লাখ ৬০ হাজার দুইশো ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকাসহ জমির উদ্দিন (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক জমির চট্টগ্রাম জেলার চাঁদগাও থানার কালুরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমাণ রুপি পাচার করে এনে একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।

এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১৭ লাখ ৬০ হাজার ২’শ ভারতীয় রুপি ও ২ লাখ ৫ হাজার বাংলাদেশি টাকাসহ জমিরকে আটক করা হয়।

আটক জমিরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

মুক্ত ক্যাম্পাস/শেখ নাছির/এমআর

পূর্ববর্তী নিবন্ধনবম ওয়েজবোর্ড নিয়ে আপিল বিভাগের আদেশ মঙ্গলবার
পরবর্তী নিবন্ধকুবি ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি