বেনাপোলে বিজিবির মতবিনিময় সভা

বেনাপোল প্রতিনিধি:
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | ২:৪৬ অপরাহ্ণ | 117 বার পঠিত

বন্দর নগরী বেনাপোলে মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি’র স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বেনাপোল বিজিবি ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৯ বিজিবি উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি মাদকের সুফল-কুফল, সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে ও পাসপোর্ট যাত্রীরা যেন হয়রানী না হয়, সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন মাদক ও চোরাচালানের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। মাদক ও চোরাচালান প্রতিরোধে আরো কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে। এ সময় সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনা বক্তব্য রাখেন।

মুক্ত ক্যাম্পাস/নাছির উদ্দীন/এনআর

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড ও প্রথা ভেঙে বুকার পুরস্কার পেলেন ২ নারী
পরবর্তী নিবন্ধহল প্রাধ্যক্ষের অপসারণের দাবিতে ইবি ছাত্রীদের আন্দোলন