বেনাপোলে ইছামতি নদী থেকে অজ্ঞাত বৃদ্ধ উদ্ধার

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | ১:০৯ পূর্বাহ্ণ | 251 বার পঠিত

বেনাপোল দৌলতপুর সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সে ভারত থেকে অবৈধ ভাবে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে বিজিবির ধারণা।

দৌলতপুর বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার মুজিবুল হক মুক্ত ক্যাম্পাসকে জানান, দৌলতপুর বিজিবি ক্যাম্পের অধিনে তেরঘর পোষ্টের পাশে ইছামতি নদীর ধার থেকে অজ্ঞাত এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে সে ভারত থেকে অবৈধ ভাবে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

মুক্ত ক্যাম্পাস/শেখ নাছির/জেডআর

পূর্ববর্তী নিবন্ধছাত্রশিবিরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার দাবি ইবি ছাত্রলীগের
পরবর্তী নিবন্ধরিফাত হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে মিন্নি