বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে আরেক আবরার

ক্যাম্পাস প্রতিবেদক
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ | ১:১০ অপরাহ্ণ | 187 বার পঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

এতে প্রথম স্থান অধিকার করেছেন কাজী আবরার মাহমুদ নামে এক শিক্ষার্থী। সদ্যই ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্রের নামও ছিল আবরার। জানা গেছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাজী আবরার স্থাপত্য অনুষদে মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছেন।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। গত ৬ অক্টোবর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ক্ষোভ ও শোকের পরিস্থিতির মধ্যেই ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলে পরীক্ষায় অংশ নেয়া ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৬৫০ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন।

মুক্ত ক্যাম্পাস/টিএআর

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ বারের মতো ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদককে ধাওয়া
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে লরিতে ৩৯ অভিবাসীর মৃত্যু: ৪ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ