টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
বুধবার, ১৭ জুন ২০২০ | ৩:২৬ পূর্বাহ্ণ
টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন

গত ডিসেম্বরেও পয়েন্ট টেবিলের সাত নম্বরে ছিল বায়ার্ন মিউনিখ। এরপর মাঝপথে কোচ পরিবর্তন। নতুন কোচের অধীনে এক পলকে আমূল পরিবর্তন। ফেব্রুয়ারি গড়াতে নিজেদের পছন্দের শীর্ষস্থানে বায়ার্ন। এরপর করোনার প্রকোপে বদলে গেল গোটা পৃথিবী। বুন্দেসলিগা ফেরার পর অবশ্য বায়ার্ন আর বদলালো না। একের পর এক ম্যাচ জিতে শিরোপা জয়টা সময়ের ব্যাপার হিসেবে পরণিত করে ফেলেছিল বাভারিয়ানরা। বাকি কাজটা তারা সারল ভের্ডার ব্রেমেনের মাঠে, লিগের ২ ম্যাচ বাকি থাকতে টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

মঙ্গলবার রাতে ভের্দার ব্রেমেনকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে দুপক্ষের মধ্যে ব্যবধান গড়ে দেন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা পোল্যান্ডের স্ট্রাইকার লেভানডভস্কি।

দুই ম্যাচ হাতে রেখেই বুন্ডেসলিগায় ৩০তম শিরোপার স্বাদ নিয়েছে জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন। ৩২ ম্যাচে ২৪ জয়, ৪ ড্র ও ৪ হারে তাদের অর্জন ৭৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

ব্রেমেনের মাঠে জিতলেই শিরোপা নিশ্চিত হত। সেই ম্যাচে বায়ার্নের জয় নিশ্চিত হলো রবার্ট লেভানডফস্কির একমাত্র গোলে। জেরোম বোয়াটেংয়ের উড়িয়ে মারা বল বক্সের ভেতর বুক দিয়ে নামিয়ে ডান পায়ের স্লাইডিং ভলিতে দেখার মতো আরও একটি গোল করেন লেভানডফস্কি। বায়ার্নের শিরোপা জয়ের আনন্দ অবশ্য আলফোন্সো ডেভিসের জন্য ঠিক মনমতো হয়নি। ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বায়ার্নের তরুণ লেফটব্যাককে।

৩০ তম লিগ শিরোপা জয়ের পর নতুন একটি রেকর্ডও হয়ে গেছে বায়ার্নের। জার্মানিতে একটানা লিগ জয়ের নতুন রেকর্ড এখন তাদেরই। ইউরোপের শীর্ষ ৫ লিগেও একটানা লিগ জয়ের সর্বোচ্চ রেকর্ডে জুভেন্টাসের সঙ্গে ভাগ বসিয়েছে বায়ার্ন।

বায়ার্ন কোচ হান্সি ফ্লিকের জন্য এই শিরোপার আবেদন আরও বেশি। ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির কোচ জোয়াকিম লোয়ের সহকারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এই মৌসুমের শুরুতেও তিনি ছিলেন বায়ার্নের সহকারি কোচ। নিকো কোভাচ বরখাস্ত হওয়ার পর হুট করে পেয়ে যাওয়া দায়িত্বটা ফ্লিক পুরোপুরিই লুফে নিয়েছেন। তার অধীনে বায়ার্ন লিগে হারের মুখ দেখেছে মাত্র একবার। তাও সেই গত বছর ডিসেম্বরে। এরপর ১৭ ম্যাচ খেলে বায়ার্ন পয়েন্ট হারিয়েছে মাত্র কেবল লাইজিগের সঙ্গে।

বায়ার্ন যখন উড়ছে তখন অবশ্য ব্রেমেনের অবস্থা পুরো বিপরীত। কয়েক বছর আগেও নিয়মিত চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিত ব্রেমেন। লিগের শেষ প্রান্তে এসেও এবার তারাই এখন রেলিগেশন শঙ্কায়। ১৮ দলের ভেতর ব্রেমেনের অবস্থান ১৭ তে। শীর্ষ পর্যায়ে টিকে থাকতে তাদের হাতে আছে আর মাত্র ৩ ম্যাচ। আর এই ৩ ম্যাচ বায়ার্নের জন্য আয়েসেরই। প্রাথমিক লক্ষ্য পূরণ হয়ে গেছে তাদের, জার্মান কাপের ফাইনালও নিশ্চিত হয়ে আছে। লেভানডফস্কি, মুলারদের অপেক্ষা এবার চ্যাম্পিয়নস লিগের জন্য।

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধএলজিবিটিদের সুরক্ষায় মার্কিন আদালতের ঐতিহাসিক রায়
পরবর্তী নিবন্ধআগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে