বিশ্ব ইজতেমায় চার মুসল্লির মৃত্যু

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ | ৬:০০ অপরাহ্ণ | 121 বার পঠিত
আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লির ঢল

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে চার মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে শনিবার (১৮ জানুয়ারি) বাদ ফজর দু’জনের জানাজা ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ও ইজতেমা মাঠের কন্ট্রোল রুমের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া চার মুসল্লি হলেন, উত্তরা পশ্চিম থানার নলভোগ ইলিয়াস মিয়া (৮৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার আব্দুস ছোবহান (৬৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর গ্রামের হুমায়ুন কবীর (৬৫) এবং ঝিনাইদহ সদর উপজেলা কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২)। বার্ধক্যজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ইজতেমা ময়দানে যোগ দিয়ে বার্ধক্যজনিত রোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন (৬৬) মারা যান।

এছাড়া, বুধবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ব ইজতেমায় আসার পথে টঙ্গীতে গুলজার হোসেন (৪৫) ও নরসিংদীর আব্দুর রহমান ওরফে সুরুজ মিয়া (৫৫) ট্রেনে কাটা পড়ে এবং বাসচাপায় মৃত্যু হয়।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধভোটের তারিখ নিয়ে জরুরি বৈঠকে ইসি
পরবর্তী নিবন্ধচ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন কুবির ১৩ শিক্ষার্থী