বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমানের ব্রোঞ্জ জয়

রবিবার, ১৬ জুন ২০১৯ | ১১:১৪ অপরাহ্ণ | 407 বার পঠিত

দুদিন আগেই বাংলাদেশকে অনন্য এক আনন্দে ভাসিয়েছেন রোমান সানা। প্রথম আর্চার হিসেবে নিজ যোগ্যতায় অলিম্পিকে জায়গা করে নিয়েছেন। নেদারল্যান্ডসে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে দক্ষিণ কোরিয়ার কিম উজিনকে ৬-৪ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন রোমান। এতেই ২০২০ সালের জুনে টোকিও অলিম্পিকে রিকার্ভে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন।

আজকের খেলায় সে আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই ইতালির মাওরো নেসপলিকে ৭-১ পয়েন্টে হারিয়ে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম কোনো পদক এনে দিয়েছেন রোমান।
রবিবার সের্টোখোবসে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে নামেন রোমান। মাউরো নেসপোলিকে দাঁড়াতেই দেননি বাংলাদেশি প্রতিযোগী। জয় তুলে নেন ৭-১ সেট পয়েন্টের ব্যবধানে।

প্রথম সেট ২৮-২৭ পয়েন্টে জেতার পর দ্বিতীয় সেট ২৯-২৮ পয়েন্টে জিতে নেন রোমান। তৃতীয় সেট ২৯-২৯ পয়েন্টে ড্র হয়। চতুর্থ সেট ২৯-২৭ পয়েন্টে রোমান জিতে নেন। একই সঙ্গে ব্রোঞ্জ নিশ্চিত করেন।

টোকিও অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে কোটা প্লেসে অলিম্পিকে খেলবে রোমান সানা।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধ‘শিগগিরই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে’
পরবর্তী নিবন্ধভারতের কাছে নাস্তানাবুদ পাকিস্তান