ইতিহাস গড়ে বিতর্কের বিশ্বকাপ জিতলো বাংলাদেশ

এমসি রিপোর্ট
বুধবার, ২৭ জুলাই ২০২২ | ১০:৩২ অপরাহ্ণ
ইতিহাস গড়ে বিতর্কের বিশ্বকাপ জিতলো বাংলাদেশ

প্রথমবারের মতো বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (ডব্লিউইউডিসি) ওপেন ফাইনালে উঠেই ইতিহাস গড়লো বাংলাদেশ। ডব্লিউইউডিসির ২০২২ এর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাক এ’ দলের সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল। ইতিহাস গড়ে বিতর্কের বিশ্বকাপ জিতলো বাংলাদেশ।

ডব্লিউইউডিসিকে ‘বিতর্কের বিশ্বকাপ’ বলা হয়। সাজিদ ও সৌরদীপের দলই বাংলাদেশের প্রথম দল, যারা এই বর্ণাঢ্য ইভেন্টের ফাইনালে উঠে। ফাইনালে উঠেই নিশ্চিত করে শিরোপা।

বুধবার (২৭ জুলাই) ফলাফল ঘোষণা করা হয়। এতে তিনটি বিশ্ববিদ্যালয়কে ৯-০ ব্যালটে হারিয়ে এ গৌরব অর্জন করেছেন সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল।

তারা দুজনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বির্তাকিক ছিলেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং অ্যাতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটি।

বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (ডব্লিউইউডিসি) ২০২২- এ বিশ্বের প্রায় চারশতাধিক টিম অংশ নিয়েছিল। এ প্রতিযোগিতায় ফাইনালে ওঠার আগে বাংলাদেশ হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, শিকাগো, স্ট্যানফোর্ডের মতো নামকরা বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকে পরাজিত করেছে।

প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে সাজিদ এবং সৌরদীপ ওপেন ক্যাটাগরিতে পঞ্চম স্থানে ছিলেন। এটিও ছিল কোনো বাংলাদেশির দলের পক্ষে সর্বোচ্চ সাফল্য। ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং অ্যাতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির।এটি বেলগ্রেড ডাব্লুইউডিসি লাইভ স্ট্রিমস ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করা হয়েছিল।

ইতিহাস গড়ে বিতর্কের বিশ্বকাপ জিতলো বাংলাদেশ

এর আগে ২০১৩ বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ৩৩তম আসরে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্রেক ক্যাটাগরিতে তারা চ্যাম্পিয়ন হন। এ আসরে ৮২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৪০০টি দল অংশ নেয়।

তবে এবারের প্রতিযোগিতায় মূলত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বিশ্বব্যাপী বিতর্কের বিশ্বকাপ হিসেবে সুপরিচিত। এটি সাধারণ যেসব দেশের প্রথম ভাষা ইংরেজি তারাই অংশ নিয়েছিল।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে বিতর্কের ওয়ার্ল্ড কাপ বলে খ্যাত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বাংলাদেশ অংশ নিলেও এতো বড় সাফল্য কখনই আসেনি। বাংলাদেশের বিতর্ককে আরও সম্ভবনাময় করতে এ জয় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করছেন বিতর্কপ্রেমীরা।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী যেসব পদক্ষেপ নিল কুবি
পরবর্তী নিবন্ধআমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত : শিক্ষামন্ত্রী