বিজয়ের গান

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | ৪:৫১ অপরাহ্ণ | 342 বার পঠিত
All-focus

আজ সেই বিজয়ের দিন,

আজ সেই বিজয়ের দিন।

যে বিজয় আকাশ থেকে ঝড়িয়ে পড়েনি।

যে বিজয় পাতাল ফুড়ে উঠে আসে নি।

যে বিজয় এসে ছিল ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে

তাদের কাছে ঋণী মোরা,
তাদের কাছে ঋণ।
আজ সেই বিজয়ের দিন।

যে বিজয় ঝড় তুফানে উড়ে আসেনি।

যে বিজয় বন্যায় ভেসে আসেনি

যে বিজয় এসে ছিল ২ লক্ষ বীরঙ্গনার সম্ভমের বিনিময়ে।
তাদের কাছে ঋণী মোরা,
তাদের কাছে ঋণ।
আজ সেই বিজয়ের দিন।

যে বিজয় কোন দৈত্যদানব এনে দেয়নি।

যে বিজয় কোন যাদুর চেরাগ ঘর্ষণে আসেনি।

যে বিজয় এসে ছিল শহীদ গাজীর যুদ্ধের বিনিময়ে।

তাদের কাছে ঋণী মোরা,
তাদের কাছে ঋণ।
আজ সেই বিজয়ের দিন।

কবিতাটি লিখেছেনঃ গাজী মোঃ ছাদেক আলী সরকার। বাড়াকান্দি, কামারখন্দ, সিরাজগঞ্জ।

পূর্ববর্তী নিবন্ধযশোরে রোটার‍্যাক্টরদের বিজয় র‍্যালি ও পুষ্পাঞ্জলি অর্পণ
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে কুবিতে মহান বিজয় দিবস উদযাপন