সাত কলেজের ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

এমসি রিপোর্ট
শনিবার, ০৬ নভেম্বর ২০২১ | ১০:১০ পূর্বাহ্ণ | 114 বার পঠিত
গুচ্ছ আবেদনে ফি দিগুণের বিষয়ে যা জানা গেল
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার (০৬ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে সাত কলেজসহ আশেপাশের কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

শুক্রবার (০৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইডেন কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটে মোট ছয় হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, পরীক্ষা গ্রহণের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সাত কলেজসহ আরও সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান মিলে মোট ১৪টি কেন্দ্রে আজ শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গতকাল শুক্রবার (০৫ নভেম্বর) সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাবির ভর্তি পরীক্ষা পেছাল পরিবহন ধর্মঘটের কারণে
পরবর্তী নিবন্ধপাঠ্যবইয়ে ভুল থাকলে নতুন কারিকুলামে সংশোধন করা হবে