বাড়িয়ে দেই সহযোগিতার হাত

রাবি প্রতিনিধিঃ
সোমবার, ২১ অক্টোবর ২০১৯ | ১১:৩২ অপরাহ্ণ | 179 বার পঠিত
অনেক প্রতিযোগিতা ও লড়াই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। যেখানে আসার আগে ও আসার পর ছেলেমেয়েরা নানা রঙ্গিন স্বপ্ন আঁকে তাদের চোখে। এমনই সময় সেখানে তারা খুবই একা অনুভব করে। বাড়ি-ঘর ছেড়ে এসে অজানা অচেনা বহু মানুষের ভিড়ে খুঁজে বেড়ায় সহযোগিতার হাত।

যে হাত তাকে বিপদে আড়াল করলে, সাহস দিবে, ভালোবাসা ও সহমর্মিতার হাত মাথায় রেখে বলবে পাশে আছি, ভয় নেই, এগিয়ে যাও। এমন নানা চিন্তা তৈরী হয় সকলের মাঝে। মনে হয় কাছের বা পরিচিত মুখ যদি পেতাম। সে জন্যই তৈরী হয় জেলা সমিতি গুলো। পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি তেমনই এক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের। সমস্যা সমাধানের চেষ্টা, নিজ জেলার প্রতি দায়িত্ববোধ প্রখর। এভাবেই বন্ধন হোক অটুট।

মুক্ত ক্যাম্পাস/জান্নাত/জেএন
পূর্ববর্তী নিবন্ধজীবপ্রযুক্তি মেলায় ইবি শিক্ষার্থীদের অর্জন
পরবর্তী নিবন্ধসড়ক কোনো আনন্দের জায়গা নয়, ইলিয়াস কাঞ্চন