বাড়াকান্দি উত্তরা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রয়েল স্পোর্টিং ক্লাব

আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ
শনিবার, ২৯ আগস্ট ২০২০ | ১০:৫৫ অপরাহ্ণ

বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘ ও ব্যাংক এশিয়া (চৌবাড়ি শাখার) এজেন্ট ব্যাংকিংয়ের সার্বিক সহযোগিতায় বাড়াকান্দি উত্তরা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন রয়েল স্পোর্টিং ক্লাব (ব্যাংক এশিয়া)।

শুক্রবার (২৯ আগস্ট) সাড়ে চারটায় বাড়াকান্দি ঐতিহ্যবাহী রেলওয়ে মাঠে “ইউনাইটেড এলিভেন্ট” কে ৫-৩ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে রয়েল স্পোর্টিং ক্লাব (ব্যাংক এশিয়া) ।

নির্ধারিত সময়ে ছিল ১-১ গোলে সমতা।

টাইব্রেকারে জমে ওঠে নাটকীয়তা। দুই দলই তখন ২-২ গোলে সমতায়। দর্শকেরা ততক্ষণে যুব ফুটবলের স্নায়ুক্ষয়ী লড়াই দেখতে দাঁড়িয়ে পড়েন মাঠে। শেষ পর্যন্ত লড়াইয়ে জিতে গেছেন রয়েল স্পোর্টিং ক্লাব।

জয়ের উল্লাসে মেতে ওঠে রয়েল স্পোর্টিং ক্লাব (ব্যাংক এশিয়া) এর ফুটবলাররা।

দুই দলের ফুটবলারদের লক্ষ্য ছিল ট্রফিজয় (১ম পুরস্কার)। আক্রমণ আর পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচে ৫৮ মিনিটে প্রথমে এগিয়ে যায় ইউনাইটেড এলিভেন্ট । কিন্তু শেষ দেড় মিনিটের মাথায় ইউনুস আলী গোল দিয়ে সমতা নিয়ে আসে।

এরপর শুরু হয় টাইব্রেকার ‘লটারি’। এতে রয়েল স্পোর্টিং ক্লাবের নায়ক গোলরক্ষক রাফসান জানি হয়ে ওঠেন পুরো ম্যাচের নায়ক।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের রয়েল স্পোর্টিং ক্লাবের প্রধান টিম ম্যানেজার মাহমুদুল হাসান সাব্বিরের হাতে তুলে দেওয়া হয়েছে প্রথম পুরস্কার পেয়েছেন ২৪ ইঞ্চি মনিটর। এদিকে রানার্সআপ “ইউনাইটেড এলিভেন্ট ” প্রধান টিম ম্যানেজার নাজমুল হোসেন দুলালের পিতা তোজাম খাঁন হাতে তুলে দেওয়া হয়েছে ২২ ইঞ্চি মনিটর।

টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন রয়েল স্পোর্টিং ক্লাবের গোল রক্ষক রাফসান জানি।

এদিকে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন মোহাই মিনুল ইসলাম হৃদয়।

মুক্ত ক্যাম্পাস/ আল মারুফ/কেআর

পূর্ববর্তী নিবন্ধকরোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ সফল: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাড়াকান্দি উত্তরা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নের কিছু স্থিরচিত্র