বাসায় থাকার শর্তে ফের বাড়ল প্রাথমিকের ছুটি

এমসি রিপোর্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | ৫:০৬ অপরাহ্ণ
প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ আসছে সেপ্টেম্বরে

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চিলমান ছুটি আরো ১৪ দিন বাড়ানো হয়েছে। এ সময় করোনার বিস্তার রোধে শিক্ষার্থীদের বাসায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। তাতে মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখ সাক্ষর করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপঁচাত্তরের পর সব অধিকার হারিয়েছিলাম: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবশেমুরবিপ্রবিতে ভর্তির জন্য অনশনরত ৪ শিক্ষার্থী অসুস্থ