বাঙলা বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মো: তানবীর
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১:২৯ অপরাহ্ণ | 431 বার পঠিত
বাঙলা বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন

রাজধানী ঢাকার মিরপুর-১ এ অবস্থিত সরকারি বাঙলা কলেজকে বাঙলা বিশ্ববিদ্যালয় চেয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছে, ১৯৫২ সালে যে জাতি মাতৃভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত দিয়েছিলো সে জাতির জন্য বাংলা ভাষা চর্চার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে এই বাঙলা কলেজ।বাংলা ভাষার চর্চার নিমিত্তে প্রতিষ্ঠিত হলেও এখানে নেই কোন ভাষা গবেষণা ইন্সটিটিউট! ফলে যেমন হারিয়ে যাচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা তেমনি শিক্ষার্থীরা শিখছে না প্রমিত বাংলা উচ্চারণ বা লিখনও।

বাঙলা বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাঙলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ভাষা সৈনিক অধ্যাপক আবুল কাসেম বাঙলা কলেজ প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায় হিসেবে বাঙলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রিন্সিপাল আবুল কাসেম নিজের জমি দান করেন এই কলেজটি প্রতিষ্ঠার জন্য। এবং তিনি আমৃত্যু কলেজটিতে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন বিনা বেতনে। তৎকালীন সময়ে অধিকাংশ শিক্ষকরাই বাংলা ভাষা কে ভালোবেসে বিনা বেতনে অধ্যাপনা করেছিলেন।

জানা যায়, কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ভাষাবিদ ড. মুহাম্মদ শহিদুল্লাহ।

আন্দোলনকারীরা আরো বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনি এই কলেজ ক্যাম্পাসে অসংখ্য মানুষকে হত্যা করেছেন। নারীদের উপর চালিয়েছেন নির্মম নির্যাতন। এই ক্যাম্পাসে রয়েছে অসংখ্য গণকবর।

সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা তাদের এই নৈতিক আন্দোলনকে রাষ্ট্রীয় ভাবে বিবেচনা করা হবে।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/তানভীর/জেডআর

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ের বিপক্ষে জিতলো বাংলাদেশ