‘শিক্ষার্থীরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর’

কুমিল্লা প্রতিনিধি:
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০ | ৪:১২ অপরাহ্ণ | 102 বার পঠিত
'শিক্ষার্থীরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর'

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরাই হচ্ছে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। তাদের হাত ধরেই দেশে পরিবর্তন আসবে। একেকজন হবে চ্যাম্পিয়ন অব চেঞ্জ। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে শেখ হাসিনার সরকার পাশে আছে।

শিক্ষামন্ত্রী বলেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন। তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে জন্য তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত রাষ্ট্র অর্জনে দেশ এগিয়ে যাচ্ছে। আজ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন দেখতে হবে। দেশ গড়ার জন্য তাদের নিজেদেরকে তৈরি করতে হবে বলে তাগিদ দেন তিনি।

সামাজিক সচেতনতার বিষয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল হতে বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বাল্যবিবাহ, যৌতুক, যৌন হয়রানি, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ, নারীর ক্ষমতায়নকে তরান্বিত করা এবং জাতির উন্নয়নে শিক্ষার্থীরা প্রত্যয়ী ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও কুমিল্লা শিক্ষাবোর্ডের ব্যবস্থাপনায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ৪৯তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উদ্বোধনী সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে মন্ত্রী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ। স্বগত বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।

উল্লেখ্য, দেশের ৪টি অঞ্চলের ৮০৮ জন প্রতিযোগী সকল ইভেন্টে অংশগ্রহণ করছে। এতে অ্যাথলেটিক্স, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় বকুল অঞ্চল (চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা), গোলাপ অঞ্চল (খুলনা, বরিশাল), পদ্ম অঞ্চল (ঢাকা, ময়মনসিংহ) এবং চাঁপা অঞ্চলের (রাজশাহী, রংপুর) ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। ৬ দিনব্যাপী এ প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ২২ জানুয়ারি। এদিন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল, প্রাইজবন্ড ও সনদপত্র বিতরণ করা হবে।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/কেএস

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের তারিখ পরিবর্তনে সরকারের আপত্তি নেই: কাদের
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়াতে বিশ্বনেতাদের সঙ্গে সংলাপ চান রুহানি