বাংলাদেশি শিক্ষার্থীদের সোমবার থেকে ভিসা দেবে চীন

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৭ আগস্ট ২০২২ | ১২:০৫ অপরাহ্ণ
বাংলাদেশি শিক্ষার্থীদের সোমবার থেকে ভিসা দেবে চীন

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সোমবার (৮ আগস্ট) থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকাস্থ চীন এর দূতাবাস। আজ রবিবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী জানান, প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সোমবার থেকে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।

এদিকে মোমেন-ওয়াং ই-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে পেজে জানান, চীনের স্টেট কাউন্সিলর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই ঘোষণা করেন যে, সব বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রবিবার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া হবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের সোমবার থেকে ভিসা দেবে চীন

দুদিনের সফরে শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সফরের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এরপর জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

অবশেষে বাংলাদেশি শিক্ষার্থীদের চীনা ভিসা চালু হচ্ছে

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে ফেরত আসেন। এরপর নানা জটিলতার কারণে তারা আর চীনে ফিরতে পারেননি। দীর্ঘদিনের অপেক্ষার সেই বাধা কেটেছে। চীনে ফেরত যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। উক্ত বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বাংলাদেশ-চীন ৪ সমঝোতা স্মারক:

১. পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ
২. দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন
৩. ২০২২-২৭ মেয়াদে সাংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ রবিবার ঢাকা ছেড়ে গেছেন। আজ বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পদ-১০০ টি
পরবর্তী নিবন্ধঅনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশ