বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি
শনিবার, ১৪ মার্চ ২০২০ | ৮:৩৫ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সাতকড়াইবাড়ী সীমান্ত থেকে ইসমাইল হোসেন কালু (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১৩ই মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর ৩৫ ব‌্যাটালিয়নের অধীন দাঁতভাঙা কোম্পানি কমান্ডার সুবেদার উমর ফারুক এ তথ‌্য নিশ্চিত করেছেন। আটক ইসমাইল হোসেন উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

সীমান্ত সূত্র জানায়, শুক্রবার রাতে ইসমাইল হোসেন সহ ১০/১২ জন বাংলাদেশি উপজেলার দাঁতভাঙা সাতকড়াইবাড়ি সীমান্ত পথে ভারতীয় গরু আনতে যায়। এসময়, ভারতের দীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে অন‌্যান‌্যরা পালিয়ে গেলেও ইসমাইল হোসেন বিএসএফ’র হাতে ধরা পড়েন।

এ বিষয়ে জানতে দাঁতভাঙা কোম্পানি কমান্ডার সুবেদার উমর ফারুকের সঙ্গে যোগাযোগ করলে তিনি আটক বাংলাদেশির নাম ছাড়া আর কোনও তথ‌্য দিতে অস্বীকৃতি জানান।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধকরোনা সতর্কতায় সমাবেশ বাতিল করলেন নৌ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধকরোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা ট্রাম্পের