বাঁশখালীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫, আহত ৫০

অনলাইন ডেস্ক
শনিবার, ১৭ এপ্রিল ২০২১ | ৩:০৬ অপরাহ্ণ
চট্টগ্রামে সব শপিংমল ও মার্কেট ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৫০ জন।

আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকালে শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ​

পূর্ববর্তী নিবন্ধনিজ বাসা থেকে অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবরী