৯ ঘণ্টা পর মুক্ত হলেন বশেমুরবিপ্রবি উপাচার্য

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ | ১২:৩৭ পূর্বাহ্ণ
৯ ঘণ্টা পর মুক্ত হলেন বশেমুরবিপ্রবির উপাচার্য

অবরোধের প্রায় ৯ ঘন্টা পর রাত ৮টায় সময় উপাচার্য দপ্তরের তালা খুলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা। চাকরি স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ৮ টায় মুক্ত করে দেয়।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে সমস্যা সমাধানে ১৬ সদস্যের কমিটি গঠনের ঘোষণা আসলে তারা উপাচার্য দপ্তরের তালা খুলে দেন।

আন্দোলনকারী কর্মচারী রফিক বলেন, আমরা উপাচার্যের নিকট দাবি জানিয়েছি এক মাসের মধ্যে আমাদের সকলের চাকরি স্থায়ী করতে হবে। এর প্রেক্ষিতে আমাদের সমস্যা সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে সেপ্টেম্বরের মধ্যেই সমস্যা সমাধান করা হবে। পরে আমরা উপাচার্য দপ্তরের তালা খুলে দিয়েছি।

এ বিষয়ে অস্থায়ী কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য উপাচার্যের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষক তছলিম আহম্মদ বলেন, ‘অস্থায়ী কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। আশা করা যায় বিষয়টি সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করা হবে।’

অপরদিকে, আইন না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া, দীর্ঘ দিন বিলম্বিত হওয়ার পরেও আপগ্রেডেশন বোর্ড না করা এবং ডিউ ডেট বাস্তবায়ন না হওয়াতে কর্মকর্তা সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। বর্তমানে অস্থায়ী কর্মচারীদের আন্দোলন এবং কর্মকর্তা সমিতির কর্মবিরতি ঘোষণার কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ২য় মেধা তালিকা ১৮ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধঅবশেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পরামর্শক কমিটির সভায় সিদ্ধান্ত