বরিশালে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিট পর রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি
সোমবার, ০৬ এপ্রিল ২০২০ | ৯:৩৮ অপরাহ্ণ
বরিশালে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিট পর রোগীর মৃত্যু

বরিশালে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যে এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ইউনিটে তিনজন রোগী মারা গেল।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন ইউসুফ আলী (৫০)। ভর্তির ২০ মিনিটের মধ্যে সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

তিনি বরিশাল মেট্রোপলিটন এলাকার কাউনিয়া থানাধীন তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গলাব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই রোগী করোনা ইউনিটে ভর্তির কিছুক্ষণ পর মারা যান। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য পরীক্ষা করতে হবে। এজন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

বরিশালে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিট পর রোগীর মৃত্যু

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, বিষয়টি জানার পর ওই বাড়ি লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ।

পূর্ববর্তী নিবন্ধকরোনা সংকট: চিকিৎসা পেশায় ফিরলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধএই মুহুর্তে ঘরে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে সঠিক: শফী