বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদক
শনিবার, ০৩ আগস্ট ২০১৯ | ৩:১৫ অপরাহ্ণ | 213 বার পঠিত
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১৯৮ রোগী হাসপাতালে

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। কিছুতেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবার বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম তাওহীদ। সে সদর উপজেলার গৌরচিন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের ইসাহাক আলীর ছেলে।

রগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত তাওহীদ নামের ওই শিশুকে গত মঙ্গলবার সকালে এই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুরে শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান জানিয়েছেন, শনিবার দুপুর পর্যন্ত বরগুনায় ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিদের মধ্যে ১৩ জন বরগুনা জেনারেল হাসপাতাল ও একজন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধছাত্রদের বলাৎকার করতেন মাদরাসা শিক্ষক আল আমিন
পরবর্তী নিবন্ধভোলায় ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা