বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

এমসি রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১ | ১২:২০ অপরাহ্ণ
ফের এসএসসির ফরম পূরণের সুযোগ
আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এ পরিস্থিতিতে বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বুধবার এক নোটিশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে কোনো উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত হয়ে থাকলে তার তথ্য মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের ই-মেইলে ([email protected]) পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

নোটিশে বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান ও মোট শিক্ষার্থীর তথ্য ছক আকারে পাঠাতে বলা হয়েছে।

দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৩ জেলায় বন্যা দেখা দেওয়ায় সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাওয়ায় সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাদান চ্যালেঞ্জের মুখে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪২তম বিসিএসের চূড়ান্ত ফলাফল বিকেলে
পরবর্তী নিবন্ধমসজিদভিত্তিক শিশু-গণশিক্ষা কেন্দ্রও খুলবে ১২ সেপ্টেম্বর