বঙ্গবন্ধু সেতুর কাছে ‘সুন্দরবন এক্সপ্রেস’র বগি লাইনচ্যুত

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদন
শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯ | ৬:৩৪ অপরাহ্ণ | 102 বার পঠিত

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘরে ফেরা মানুষের ঈদযাত্রায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-রাজশাহী রেলসড়কের টাঙ্গাইল জেলার ভুয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে পারাপারের লাইন বন্ধ হয়ে যাওয়ায় উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার প্রায় এক কিলোমিটার আগে ‘ছ’কোচের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা উদ্ধারকাজে কতক্ষণ সময় লাগবে তা এখনো জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধহজের মূল আনুষ্ঠানিকতা শুরু
পরবর্তী নিবন্ধশিক্ষাগুরুর চরণধূলি নিলেন তথ্যমন্ত্রী