বঙ্গবন্ধুর নামে লন্ডনে হচ্ছে বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | ৮:৫৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধু ছিলেন আছেন থাকবেন

এই প্রথম জাতির জনক শেখ মুজিবুর রহমানের নামে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির নাম দেয়া হয়েছে জাতির জনক শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, লন্ডন।

বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হলেন বিগ সোসাইটি গ্রুপের পরিচালক শারমিন সালাউদ্দিন শাম্মি।

বিশ্ববিদ্যালয়টি ইংল্যান্ডের কোম্পানি হাউসে JJSMU LTD নামে রেজিস্ট্রেশন পেয়েছে যার রেজিস্ট্রেশন নাম্বার হলো 13000833।

বিশ্ববিদ্যালয়টির পরিচালক শারমিন সালাউদ্দিন শাম্মি বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ও বিশ্বের অবিসংবাদিত নেতা। জাতির জনকের জন্ম না হলে আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়টির মূল ফটকের সামনে হবে জাতির জনকের ভাস্কর্য যেটি হবে পৃথিবীর সবচে বড় ভাস্কর্য।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট একাডেমিক কাউন্সিলের ১২৫তম সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষকদের ১ জানুয়ারি বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ