বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ | ১১:৪০ পূর্বাহ্ণ | 142 বার পঠিত
(অব.) আব্দুল মাজেদ গ্রেফতার

বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদ ঢাকায় গ্রেফতার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বিষয়টি জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ক্যাপ্টেন আবদুল মাজেদকে কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হবে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার প্রেরণ করা হবে।

রাজধানীর মিরপুর সাড়ে ১১ থেকে ক্যাপ্টেন আবদুল মাজেদকে পুলিশ গ্রেফতার করে বলে প্রাথমিকভাবে জানা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত খুনি মাজেদকে আদালতে নেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হবে।

এদিকে পুলিশের একাধিক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) মিরপুর সাড়ে এগারো এলাকা থেকে সোমবার ভোর রাতে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদকে গ্রেফতার করে। ইতোমধ্যেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলায় পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন আবদুল মাজেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা আছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির মধ্যে তিনি অন্যতম।পলাতক বাকি ছয় খুনিরা হলো আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন। আবদুল মাজেদ বিদেশে পলাতক ছিলেন।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধস্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খাদ্যদ্রব্য বিতরণ
পরবর্তী নিবন্ধদুঃসম‌য়ে কেউ দুর্নীতি করলে তা‌কে আমি ছাড়বো না : প্রধানমন্ত্রী