জাতীয় ফুটবল দলে সুযোগ পেলেন ইবি শিক্ষার্থী

শাহীন আলম, ইবি
বুধবার, ১০ মার্চ ২০২১ | ১:৩৯ পূর্বাহ্ণ

নেপালে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত ফুটবল দলে স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেহেদী হাসান (রয়েল) নামের একজন শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।

মঙ্গলবার (৯ মার্চ) শ্রীলঙ্কা সফরের জন্য বাফুফে ঘোষিত ফুটবল দলে মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

তার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুরে। তিনি বাংলাদেশের ফুটবল ক্লাব মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের হয়ে নিয়মিত খেলাধুলা করেন এবং তিনি বিকেএসপির সাবেক ছাত্র ও খেলোয়াড়।

এ ব্যাপারে মেহেদী হাসান বলেন, ‘বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পাওয়ার অনুভূতি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সত্যিই আমি অনেক আনন্দিত। আমি আমার বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে সর্বদা অনুপ্রেরণা দিয়েছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।’

প্রসঙ্গত, নেপালের আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হচ্ছে ফিফা উইন্ডোতে। আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চ গ্রুপপর্বে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবেন আরও ৪৫ হাজার শিক্ষক
পরবর্তী নিবন্ধ‘ইডিইউ ৬০ শতাংশ নারীর বিশ্ববিদ্যালয়’