ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২, পদ ৭২৫ টি

এমসি রিপোর্ট
রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ
ফায়ার সার্ভিসে ২৮৯ জনের চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তিনটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমটিতে ৫৫০ জন ফায়ার ফাইটার (পুরুষ) নিয়োগ, দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ১৫০ ড্রাইভারসহ চার ধরনের পদে মোট ১৬১ জন এবং তৃতীয় বিজ্ঞপ্তিতে দুই ধরনের পদে ১৪ জন নিয়োগের দেয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে ৭২৫ জন নিয়োগ দেওয়া হবে। তিনটিতেই প্রার্থীর বয়স হিসেব করা হবে ১ আগস্ট ২০২২ তারিখ অনুযায়ী।

পদের তালিকা :

১. ফায়ার ফাইটার (পুরুষ)-৫৫০ জন
বেতন স্কেল : ৯, ০০০-২১, ৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান (ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ)
শারীরিক যোগ্যতা (ন্যূনতম) : উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ও বুক ৩২ ইঞ্চি। বয়স: ১৮-২০ বছর।
শর্ত : অবিবাহিত ও ক্রুটিমুক্ত শারীরিক গঠন।

২. ড্রাইভার-১৫০ জন
বেতন স্কেল : ৯, ৭০০-২৩, ৪৯০ (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস/জেএসসি।
শারীরিক যোগ্যতা : উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও বুক ৩২ ইঞ্চি এবং ওজন ১১০ পাউন্ড। বয়স: ১৮-৩০ বছর।

৩. মাস্টার ড্রাইভার (মেরিন)-৩ জন
বেতন স্কেল : ৯, ৭০০-২৩, ৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সনদ।
বয়স: ১৮-৩০ বছর।

৪. পদের নাম : ইঞ্জিন ড্রাইভার (মেরিন)-৪ জন
বেতন স্কেল : ৯, ৭০০-২৩, ৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সনদ।
বয়স: ১৮-৩০ বছর।

৫. স্পিডবোট ড্রাইভার-৪ জন
বেতন স্কেল : ৯, ৭০০-২৩, ৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সনদ।
বয়স: ১৮-৩০ বছর।

৬. ডুবুরি (পুরুষ)-৭ জন
বেতন স্কেল : ৯, ০০০-২১, ৮০০ টাকা (গ্রেড-১৭)

৭. নার্সিং অ্যাটেন্ডেন্ট (পুরুষ)-৭ জন
বেতন স্কেল : ৯, ০০০-২১, ৮০০ টাকা (গ্রেড-১৭)

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২, পদ ৭২৫ টি

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। ০৭ টি পদে ৭২৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২১, ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত টেলিটক আনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশে এ পর্যন্ত ফায়ার সর্ভিসের কর্মী সংখ্যা ১৩ হাজার ০৩ শত ১৬ জন যা এখনও বর্তমান আছে। আপনিও যদি হতে চান ফায়ার সভিসের একজন কর্মী, তাহলে আজই আবেদন করুন।

ফায়ার সার্ভিস নিয়োগ ২০২২ সার্কুলার: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নামে যে বাহিনীটি বর্তমান আছে তা প্রতিষ্ঠিত হয় গত ৪০ বছর আগে। ফায়ার সার্ভিসের প্রতিষ্ঠা কাল ১৯৮১ সালের ৯ এপ্রিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সরাসরি পরিচালিত হয় ফায়ার সার্ভিরের এই সংস্থাটি। সিভিল ডিফেন্স এর প্রধান কাজ হচ্ছে, বাংলাদেশের জনসাধারণের অগ্নি (আগুন) নের যাবতীয় সুরক্ষা, যে কোন বিষয়ে জরুরী চিকিৎসা সেবা এবং জনগনের নিরাপত্তার সেবা প্রদান করা।

সম্প্রতি ফায়ার সর্ভিসে কর্মী সংখ্যা আরোও বৃদ্ধির নিমিত্তে ২৫ ও ৩০-০৮-২০২২ তারিখে নতুন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল সাইটে। ফায়ার সার্ভিস প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে মোট পদে ৭ টি নিয়োগ সংখ্যা ৭২৫ জন। উক্ত নিয়োগে পুরুষ/মহিলা উভয় প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদেরকে টেলিটক অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

এক নজরে প্রয়োজনীয় তথ্য

সংস্থাটির নাম: ‘‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর”

চাকরির ধরণ: ফুলটাইম

কাজের স্থান: বাংলাদেশের যেকোন স্থানে

মাসিক বেতন: ৯, ০০০-২৩, ৪৯০/

বেতন গ্রেড: ১৫ ও ১৭ তম

আবেদন করতে হবে: অনলাইনে

আবেদন ফি: ৫৬/- এবং ১১২/
আবেদন করতে পারবেন: ৩১-০৮, ০৪-০৯-২০২২ থেকে

আবেদন করা যাবেনা: ২১, ২৫-০৯-২০২২ এর পর থেকে।

পূর্ববর্তী নিবন্ধবন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পদ ৮৯ টি
পরবর্তী নিবন্ধসাত কলেজের সাবজেক্ট চয়েস সময় বাড়লো