প্রাথমিকের ছুটি বাড়ল ২২ মে পর্যন্ত

এমসি রিপোর্ট
রবিবার, ২৮ মার্চ ২০২১ | ৭:৩২ অপরাহ্ণ
সবকিছু শিথিল হলেও এখনই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান
আগামী ২২মে পর্যন্ত সব ধরনের প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (২৮ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এক বিজ্ঞপ্তিতে এ বন্ধের কথা জানান।

এতে বলা হয়েছে, সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে।
পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০৮
পরবর্তী নিবন্ধপবিত্র শবে বরাত আজ