প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ আসছে সেপ্টেম্বরে

এমসি রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২০ | ১১:৪২ অপরাহ্ণ | 1022 বার পঠিত
প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ আসছে সেপ্টেম্বরে

সারাদেশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু করেছে মন্ত্রণালয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আগামী সেপ্টেম্বর মাসেই এ নিয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্রের তথ্য মতে, প্রাক-প্রাথমিকের ভর্তিতে শিশুদের বয়স ৪ ও মেয়াদকাল ২ বছর করা হয়েছে। বর্তমানে দেশে এ স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে। এসব বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সব মিলে মোট ৪০ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ আসছে সেপ্টেম্বরে

বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, বর্তমানে সারাদেশে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৪ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

সচিব বলেন, প্রাক-প্রাথমিক স্তরে নতুন ২৬ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব সচিব কমিটি অনুমোদন দিয়েছে। কেবিনেট সভায় এটি অনুমোদন দেওয়া হয়েছে। যেহেতু প্রতিটি বিদ্যালয়ে একজন করে প্রাক-প্রাথমিক শিক্ষকের পদ সৃজন করা হয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্তরের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তার সঙ্গে দেশের সব বিদ্যালয়ে সহকারী শিক্ষক শুন্য পদগুলো পূরণ করা হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বরে এ নিয়োগ কার্যক্রম শুরু করা হতে পারে বলেও জানান তিনি।

প্রিয় পাঠক, মুক্ত ক্যাম্পাসের ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন: মুক্ত ক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/এসটি/এমআর

পূর্ববর্তী নিবন্ধসিনিয়র সচিব হলেন আকরাম-আল-হোসেন
পরবর্তী নিবন্ধনিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী করছে ‘চলো স্বপ্ন ছুঁই’