ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরিয়ম বেগম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ৭:৩৮ অপরাহ্ণ

বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার সহধর্মিনী ও ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরিয়ম বেগম মারা গেছেন।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। মরিয়ম বেগম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থ বোধ করায় আজ সকালে তাকে সোহরাওয়ার্দী মেডিক্যালে নেয়া সেখানেই তাঁর মৃত্যু হয়।

মরিয়ম বেগমের মরদেহ মোহাম্মদপুরের গজনবী রোডের বাসায় রাখা হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে তাঁকে রায়েরবাজার গোরস্থানে দাফন করা হবে।

মরিয়ম বেগম কর্মজীবনে ঢাকা কলেজ ছাড়াও সরকারি কবি নজরুল কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়াও বেশ কয়েকটি কলেজে শিক্ষকতা করেন।

১৯৪৮ সালে ৮ জানুয়ারি জন্ম নেন মরিয়ম বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন।

পূর্ববর্তী নিবন্ধতিন গুচ্ছে ভর্তি পরীক্ষা নেবে ২৯ পাবলিক বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধডিপ্লোম্যাসি অ্যাওয়ার্ড পেলেন রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম