সোমবার থেকে করোনার প্রথম ডোজের টিকা বন্ধ

অনলাইন ডেস্ক
রবিবার, ২৫ এপ্রিল ২০২১ | ৬:২১ অপরাহ্ণ
অক্টোবরে এক কাপ কফির দামে মিলবে অক্সফোর্ডের ভ্যাকসিন
আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৬ এপ্রিল থেকে কোডিড-১৯ টিকা কার্যক্রমের প্রথম ডোজ প্রদান সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহকে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এ প্রজ্ঞাপন জারি হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধডেন্টাল ভর্তি পরীক্ষা ১১ই জুন
পরবর্তী নিবন্ধভারতের সাথে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ ঘোষণা